গতকাল ১৩ মে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের আয়োজনে করোনা ভাইরাসের প্রতিরোধ ও সংক্রমন রোধে করণীয় বিষয়ে বিআইটিআইডি, চট্টগ্রাম কর্তৃপক্ষের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডাঃ মোঃ মামুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ফোকাল পার্সন, করোনা ইউনিট, বিআইটিআইডি, চট্টগ্রাম মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তার রোধে মাঠ পর্যায়ের সম্মুখ যোদ্ধা ডাক্তার ও পুলিশ সদস্যদের করণীয় এবং বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামে কর্মরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের করোনা সংক্রমিতদের চিকিৎসা পদ্ধতি ইত্যাদি বিষয়ে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব আহমেদ রসুল সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভাগীয় পুলিশ হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, মেডিকেল টেকনোলজিস্টগণ উপস্থিত ছিলেন।