আফগানিস্তানে একটি জানাজায় আত্মঘাতী বোমা হামলায় বিপুলসংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মে) দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নানগারহারে এই ঘটনা ঘটে বলে আল জাজিরা জানিয়েছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খোগায়ানি জানান, সোমবার রাতে খেওয়া জেলার স্থানীয় এক নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
পরদিন তার জানাজার ভেতরে ঢুকে হামলাকারী নিজেকে উড়ে দেয়। প্রাথমিক সূত্রে এখন পর্যন্ত ৪০ জন ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে একইদিন রাজধানী কাবুলের পশ্চিমাংশে একটি প্রসূতি হাসপাতালে হামলার ঘটনা ঘটে। সেখানে হামলাকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়।
আফগান নিরাপত্তা বাহিনী নবজাতক ও তাদের মায়েদের হাসপাতাল থেকে বেরিয়ে আনে। সেই ঘটনায় অন্তত ৪ জন হতাহতের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত।