ভারতের মহারাষ্ট্রে একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ শ্রমিক। রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ খবর।
শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে আওরঙ্গবাদ জেলার গাধেজালগাঁও গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পিটিআই।
ভারতের দক্ষিণ কেন্দ্রীয় রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সি এইচ রাকেশ জানান, দেশজুড়ে লকডাউন থাকায় শ্রমিকরা কয়েক কিলোমিটার পায়ে হেঁটে ট্রেন ধরার জন্য রেললাইনে আসেন। তবে খুব ক্লান্ত হয়ে পড়ায় রেললাইনের ওপরই বিশ্রাম নিতে গিয়ে তারা ঘুমিয়ে পড়েন, আর তখনই এই হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও রেলের কর্মকর্তারা পৌঁছেছেন। আহতদের আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।