প্রাণঘাতী করোনা আতঙ্কে সারা বিশ্ব যখন টালটমাল ঠিক তখন ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার (০৫ মে) মধ্যরাত থেকে ওই হামলা শুরু করে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটির সামরিক বাহিনী।
এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক মাস বন্ধ রাখার পর আবারও অবরুদ্ধ গাজা উপত্যকার তিনটি অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েল। খবর জেরুজালেম পোস্টের।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা থেকে রকেট হামলার জেরে তারা পাল্টা হামলা হিসেবে কামানের গোলা ছুড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার রাতে ফিলিস্তিনিরা ওই রকেট হামলা চালায় বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর।
এদিকে হামাসের আল-কাসাম ব্রিগেডের দাবি, ইসরায়েলি ওই হামলায় তাদের এক সদস্য নিহত হয়েছেন।