মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, বিদ্যমান ‘বহু প্রমাণ’ নির্দেশ করে যে করোনাভাইরাস মহামারি চীনের উহানের একটি ল্যাব থেকে শুরু হয়েছে। কিন্তু এটা লুকানোর সব রকম চেষ্টা করেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। খবর নিউইয়র্ক পোস্টের।
রোববার এবিসি নিউজের ‘দিস উইক’ প্রোগ্রামে পম্পেও বলেন, এটা কোথায় শুরু হয়েছে তার অনেক প্রমাণ রয়েছে। আমরা শুরু থেকেই বলেছি যে চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি। এই ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে অনেকের প্রাণহানি হয়েছে। কিন্তু এখন এটা পুরো বিশ্ব দেখতে পাচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মনে রাখবেন বিশ্বকে সংক্রমিত করার এবং মানহীন ল্যাব চালানোর ইতিহাস আছে চীনের। চীনের একটি ল্যাবে ব্যর্থতা কারণে ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। গত ডিসেম্বরে উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর পম্পেও বলেছিলেন যে, বেইজিং ‘ভুল তথ্য’ দেয়ার প্রচারণা শুরু করেছে এবং বিশ্বজুড়েকে ‘বড় ধরনের ঝুঁকি তৈরি’ করেছে।
পম্পেও বলেন, তথ্য গোপন এবং লুকানো এবং বিভ্রান্ত করার মাধ্যমে কর্তৃত্ববাদী সরকারের মতো আচরণ করেছে চীন। তারা একই ধরনের কাজ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ব্যবহার করেছে। এসব কাজের মাধ্যমে বিশ্বজুড়ে বড় ধরনের সঙ্কট তৈরি, অনেক মানুষের মৃত্যু এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বের প্রায় ৩৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্রু হয়েছে দুই ৪৫ হাজারের বেশি মানুষের। সুত্রঃ আরটিভি।