দেশে করোনা মোকাবিলায় সুস্থতার নতুন রেকর্ড গড়েছে। ঢাকা সিটির মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬২৪ জন এবং দেশের বিভাগগুলো থেকে ছাড়া পেয়েছে ৪৩৯ জন।
রোববার (৩ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ঢাকা ডিভিশনের মেট্রোপলিটন হাসপাতাল বাদে ঢাকা ডিভিশনের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭২ জন। চট্টগ্রাম ডিভিশন থেকে ছাড়া পেয়েছে ৭২ জন। রাজশাহী থেকে ২জন, খুলনা থেকে ৬ জন, বরিশাল থেকে ২৯ জন, ময়মনসিংহ থেকে ৩১, সিলেট থেকে ২ জন ও রংপুর ডিভিশন থেকেস ২৫ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি আরো বলেন, রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ২৯৮ জন, ইনফেকশাস ডিজিজ হাসপাতাল ৮ জন, রিজেন্ট হাসপাতাল থেকে ১৫, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ২১৩ জন, ঢাকা মহানগর হসপিটাল থেকে ৩৮ জন, সাজেদা ফাউন্ডেশন হসপিটাল থেকে ২২ জন, রাজার বাগ পুলিশ হাসপাতাল থেকে ২৬, লালকুঠি হসপিটাল মিরপুর থেকে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে ১০৬৩ জন সুস্থ হলেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয় গত ৮ মার্চ। গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
রোববার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ৭৭৩ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৯৩৫ জন। অপরদিকে ১১ লাখ ৮ হাজার ৮৮৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।