এবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।তিনি ‘রেডিও আমার’ এর একজন কর্মী এবং তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য।
শনিবার (০২ মে) নিজের আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ওই শিক্ষার্থী।
এর আগে তার এক রুমমেট করোনাভাইরাসে আক্রান্ত হলে তিতুমীর কলেজের শিক্ষার্থী ও তার অপর রুমমেটের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে ওই শিক্ষার্থীসহ তার অপর রুমমেট করোনার নমুনা পরীক্ষা করান। পরীক্ষায় তাদের করোনাভাইরাস পজিটিভ আসে।
আক্রান্ত শিক্ষার্থী বলেন, আমার রুমের দু’জন করোনায় আক্রান্ত ছিল। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার জন্য দেয়ার পর আজ ফলাফলে করোনা পজিটিভ এসেছে। মানসিকভাবে মানিয়ে নিতে চেষ্টা করছি।
এ বিষয়ে জানতে চাইলে রেডিও আমারের এমডি শাকের চৌধুরী বলেন, আমাদের কর্মীর বিষয়ে আমাদের যথেষ্ট চিন্তা আছে। আমরা আমাদের কর্মীর পাশে থাকব। তাকে সব ধরনের সহযোগিতা করবো।
তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন বলেন, করোনা এমন একটা রোগ যে, আমরা চাইলেই রোগীকে হাসপাতালে গিয়ে বা তার বাসায় গিয়ে দেখে আসতে পারছি না। আমাদের এখন দূর থেকেই তাকে সহোযোগিতা করতে হবে। আমি বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেছি। তাকে চিকিৎসকের পরামর্শ মেনে যথাযথভাবে সব অনুসরণ করতে বলেছি। আমরা তাকে আর্থিক সহায়তার পাশাপাশি সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি।
এদিকে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগঠনটির সভাপতি শামিম হোসেন শিশির বলেন, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী আমাদের ভাই। আমরা যতটা পারি তাকে সহযোগিতার করবো। আমরা তার পাশে আছি। খবর- ডেইলি বাংলাদেশ।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি