মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং মুরাদনগরের নন্দিত জননেতা, মাননীয় সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের পরিচালনায়, প্রতি দিনের মত চলমান আজও মুরাদনগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্ব ঘোষিত -আসহায় দরিদ্র কৃষকের ধানকাটা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১৪নং পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভূমি ও গৃহহীন মোঃ মোর্শেদ মিয়ার বর্গাকৃত ৪০ শতকের একটি পাকা ধান বিনা পারিশ্রমিকে কেটে, সেই ধানের বোঝা মাথায় করে নিয়ে গিয়ে কৃষকের বাড়ী পৌছে মাড়াই করে দেন নেতাকর্মীরা। দেশের এই ক্রান্তিলগ্নে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতাকর্মীদের এমন মহৎ উদ্যোগে আনন্দিত চাষীরা।
এসময় ধান কাটায় অংশগ্রহন করেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের দুই দুই বারের সফল চেয়ারম্যান কাজী আবুল খায়ের,মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী সরকার মুরাদনগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন,মুরাদনগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ভূইয়া,এরশাদ,জুয়েল, শাকিল, সোহেল, রমজান সহ আওয়ামী মৎস্যজীবী লীগের ৩০/৪০ জন নেতাকর্মী।
মুরাদনগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা বিনা পারিশ্রমিকে অসহায় কৃষকদের ধান কেটে তা বাড়ী পৌছে দিচ্ছি। আমাদের প্রতিটি ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদেরকে অসহায় কৃষকদের জমির ধান কেটে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যহত থাকবে।