মরুর দেশ সৌদি আরবে লকডাউন-কারফিউও থামাতে পারছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। প্রাণঘাতি করোনা ভাইরাসে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। দিনের পর দিনে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৭৫৩ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৩ জন। গত একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬২ জন। এর মধ্যে ৫২ জনই বাংলাদেশি।
দূতাবাস এবং কনস্যুলেটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সৌদি আরবের পশ্চিমাঞ্চলে (জেদ্দা) ৪৮ জন এবং পূর্বাঞ্চলে (রিয়াদ) ২ জন এবং ১ জন বাংলাদেশি কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে।
দূতাবাস ও কনস্যুলেট ও দূতাবাস থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হালনাগাদ তালিকায় এ তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বিশ্ব মহামারিতে রূপান্তরিত হয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত ৩২ লাখ ৪৯ হাজার ৫৯৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ২ লাখ ২৯ হাজার ৪৩৬ জনের। এদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ১৭ হাজার ৪৩৬ জন মানুষ।