দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় অভ্যন্তরীণভাবে করোনায় আক্রান্ত হওয়া কোনও রোগী শনাক্ত হয়নি। গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত করোনার সংক্রমণ শনাক্ত না হওয়ার প্রথম ঘটনা এটি। তবে নতুন করে বিদেশ ফেরত চার ব্যক্তির দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। বিমানবন্দরেই তাদেরকে শনাক্ত করা হয়।
দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) এর বক্তব্যকে উদ্ধৃত করে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।
ফেব্রুয়ারি মাসে মূল চীনা ভূখণ্ডের বাইরে সবচেয়ে গুরুতরভাবে করোনাভাইরাস ছড়িয়েছিল দক্ষিণ কোরিয়ায়। এরপর থেকে দেশটি উঠেপড়ে লাগে এই ভাইরাস দমনে এবং সর্বশক্তি দিয়ে সফলভাবে লড়াই চালায় এর বিরুদ্ধে।
আজ দক্ষিণ কোরিয়ার হাজার হাজার মানুষ বাইরে বসন্তের রোদ উপভোগ করছে। বুদ্ধের জন্মদিন উপলক্ষে আজ সেখানে জাতীয় ছুটি। পার্কে ভর্তি মানুষ। লম্বা কয়েকদিনের ছুটিতে দক্ষিণের জেজু দ্বীপে যাবার জন্য বিমানবন্দরে প্রচুর মানুষ।
কয়েক মাস পর দেশটিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কোভিড নাইনটিন ইউরোপ আর আমেরিকায় যেভাবে মৃত্যু ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে দক্ষিণ কোরিয়ার মানুষ স্তম্ভিত। তারা বলছে তারা ভাগ্যবান তারা বেঁচে গেছে। কিন্তু সকলকেই সাবধান করা হচ্ছে দ্বিতীয় দফা সংক্রমণের ব্যাপারে সতর্ক থাকতে।
উল্লেখ্য, এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৭৬৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৪৭ জনের। আক্রান্তদের মধে্য ৯ হাজার ৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। কেসিডিসির বিবৃতি অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ১ হাজার ৬৫ জন বিদেশফেরত মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশই কোরীয় নাগরিক।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি