ভারতে সংকটাপন্ন করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের স্বেচ্ছায় প্লাজমা দান করছেন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা তাবলিগ জামাতের সদস্যরা। ইতোমধ্যেই ২০০ তাবলিগ সদস্য প্লাজমা সংগ্রহের জন্য রক্তদান করেছেন। আরও কয়েকশ সদস্য প্লাজমা দানের জন্য তালিকাভুক্ত হয়েছেন।
এর আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কোভিড-১৯ আক্রান্ত হয়ে যারা ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, সংকটাপন্নদের বাঁচাতে এগিয়ে আসুন, কে জানে হয়তো হিন্দুর প্লাজমা নিয়ে মুসলিম বা মুসলিমের প্লাজমা নিয়ে হিন্দু সেরে উঠে নতুন জীবন পেতে পারে।
কেজরিওয়ালের ওই আহ্বানে সাড়া দিয়ে দিল্লি, গুজরাট, হরিয়ানায় ইতোমধ্যে দুই শতাধিক করোনাজয়ী তাবলিগ জামাতের সদস্য সংকটাপন্ন কোভিড-১৯ রোগীকে স্বেচ্ছায় প্লাজমা দান করেছেন। যেসব রাজ্যে কোভিড-১৯ চিকিৎসার জন্য প্লাজমা ট্রান্সফার এখনও অনুমোদিত হয়নি, সেসব রাজ্য যেমনঃ তামিল নাড়ুতে ৪৫০ তাবলিগ জামাতের সদস্য স্বেচ্ছায় প্লাজমা দানের জন্য নাম লিখিয়েছেন। খবরঃ আউটলুক।