লকডাউন সময়ে প্রায় সারা বিশ্বেই মেয়েদের উপর নির্যাতন বা হিংসার ঘটনা বেড়েছে। কিন্তু সব দেশকে ছাপিয়ে উদাহরণ হয়ে দাঁড়াল মেক্সিকো। ২০২০ সালের প্রথম তিন মাসে খুন হয়েছেন প্রায় এক হাজার মহিলা। মেক্সিকান সরকারের দেওয়া হিসেব অনুযায়ী নথিভুক্ত মহিলা খুনের সংখ্যা হল ৯৬৪।
গত বছরের একই সময়ের সঙ্গে তুলনায় মহিলা খুনের ঘটনা ৮ শতাংশ বেড়েছে। মেক্সিকোর আইনজীবীরা কারণ খুঁজতে গিয়ে করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনকেই চিহ্নিত করেছেন। ভাইরাস সংক্রমণের কারণে আরও অনেক দেশের মতো বছরের প্রায় প্রথম থেকেই লকডাউন শুরু হয়েছে মেক্সিকোয়। যার ফলে বেড়েছে দাম্পত্য ও পারিবারিক অশান্তি।
প্রসঙ্গত, চিনেও লকডাউনে বিবাহবিচ্ছেদের আবেদন বেড়েছে। এতটাই বৃদ্ধি, বাধ্য হয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিস, আদালতকে বলতে হয়েছে, লকডাউনে বিবাহবিচ্ছেদ করা যাবে না।