বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ইরফান খান আর নেই। আজ বুধবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গুরুতর অসুস্থ অবস্থায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা ইরফান খান মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
সম্প্রতি বাসায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। এর পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী সুতপা ও দুই সন্তানকে রেখে ৫৩ বছর বয়সে চিরবিদায় নিলেন ভারতীয় চলচ্চিত্রের এ খ্যাতিমান অভিনেতা।
গত শনিবার (২৫ এপ্রিল) জয়পুরে বাড়িতে ইরফান খানের মা সইদা বেগম মারা যান। ভারতে চলমান লকডাউনের কারণে মাকে শেষবারে মতো দেখতে পারেননি তিনি। এরই মধ্যে ইরফান খান নিজেও অসুস্থ হয়ে পড়েন।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এর পর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় এ অভিনেতার। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন তিনি।
বক্স অফিসে ইরফানের কামব্যাক সিনেমা ছিল ‘আংরেজি মিডিয়াম’। যদিও করোনার জেরে এক সপ্তাহও হলে টেকেনি এই সিনেমা। আপাতত ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে স্ট্রিম হচ্ছে সিনেমাটি।
ইরফানের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। ইরফানের এত তাড়াতাড়ি চলে যাওয়া মেনে নিতে পারছেন না তারকারা। চিত্রনির্মাতা সুজিত সরকারের ‘পিকু’ সিনেমায় অভিনয় করার পর অনেকে পিকু বলেই ডাকতেন ইরফান খানকে। দারুণ বন্ধু ছিলেন তারা।
শোকে কাতর সুজিত টুইটারে বলেন, আমার প্রিয় বন্ধু ইরফান, আপনি একের পর এক লড়াই করেই গেছেন। আমি সবসময়ই আপনার জন্য গর্বিত থাকব। আমাদের আবার দেখা হবে। সুতপা ও বাবিলের জন্য সহমর্মিতা জানাই। আপনারাও অনেক সংগ্রাম করেছেন। এই লড়াইয়ে আপনার সবটুকু উজাড় করে দিয়েছেন সুতপা। সবার মাঝে শান্তি বিরাজ করুক। আপনাকে স্যালুট জানাই, ইরফান।
অভিনেতা ফারহান আখতার টুইটারে এক শোকবার্তায় জানান, ইরফান খান সত্যিই একজন অসাধারণ অভিনেতা ছিলেন। পর্দায় তিনি যে জাদুকরী অভিনয় উপস্থাপন করতেন তা আমরা সবাই মিস করব।
গায়ক আদনান সামি লিখেছেন, এই বিয়োগান্তক সংবাদ আমার হৃদয় ভেঙে দিচ্ছে। ভাষা হারিয়ে ফেলেছি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। ইরফান, পৃথিবীকে আপনার প্রতিভা দেখানোর জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি চলে গেলেন।
এমরান হাশমি বলেন, একজন সহকারি পরিচালক হিসেবে জীবনে প্রথম শট দেখেছিলাম ইরফান খানের। শান্ত, ধীর আর সহজাত অভিনয়। এমনটা আগে কখনো দেখিনি। তিনি যে তীব্রতা ফুটিয়ে তুলতে পারতেন, তার মতো আর কেউ পারত না। আমাদের অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ ইরফান। আমাদের হৃদয়ে আপনি চিরকাল বেঁচে থাকবেন।
ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারও ইরফান খানের মৃত্যুসংবাদে শোকাহত। তিনি বলেন, ইরফান আমার অন্যতম প্রিয় অভিনেতা ছিলেন। তার অভিনীত শেষ সিনেমা ‘আংরেজি মিডিয়াম’সহ প্রায় সকল সিনেমাই আমি দেখেছি। সহজাত অভিনেতা ছিলেন তিনি। তার আত্মা শান্তিতে বিশ্রাম নিক। তার প্রিয়জনদের প্রতি সমবেদনা।
শ্রদ্ধা কাপুর, অনিল কাপুর, বিরাট কোহলি, জাভেদ আখতারসহ আরও অনেক তারকাই সামাজিক মাধ্যমে তাদের শোকবার্তা জানাচ্ছেন।