মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি: মরণঘাতী নভেল করোনা ভাইরাসের কারনে দেশের ধানচাষিরা সুষ্ঠ ভাবে ফসল ঘরে তোলা নিয়ে বেশ সংঙ্কিত।একেতো বৈরী আবহাওয়া ঝড়-বৃষ্টির মৌসুম অন্যদিকে অদৃশ্য মরণঘাতী মহামারী। সব মিলিয়ে শ্রমিক সংঙ্কট হয়ে পড়েছে চরমে।
বাংলার চাষিদের এমন সব সংঙ্কটের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডঃ মোঃ গোলাম ফারুক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের কৃষকের পাশে দাড়ানোর নির্দেশনা প্রদানের অংশ হিসাবে মঙ্গলবার (২৮শে এপ্রিল) সকালে উপজেলা শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, সহকারী শিক্ষা অফিসার এসএম বজলুর রশিদ, একাডেমীক সুপারভাইজার আশিকুর রহমানে সার্বিক তত্বাবধানে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া-জিরাট এলাকার অসহায় কৃষক আবু-মুছার ৩০ শতক একই এলাকার আলমগীর হোসেনের ২৫ শতক জমির পাঁকাধান কেটে দেয় অত্র অঞ্চলের ৫টি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।
যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজের সমন্বয়ে এলাকার দুইজন দারিদ্রবর্গা চাষির ধান কাটায় অংশ নেন রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীর সহ-প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহ-শিক্ষক আজমল হুদা, মারুফুল ইসলাম নয়ন, আবু-রাসেল, নুরুল ইসলাম, নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ বিশ্বাস, সহ-শিক্ষক মোঃ হাদিউজ্জামান, এসএম শরিফুল ইসলাম, আব্দুল আহাদ, তরিকুল ইসলাম, আমিনুর রহমান, আলমগীর হোসেন, জিরাট আলিম মাদ্রাসার সহ-শিক্ষক আবুল কাশেম, শাখারীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, শচী কিশোর চক্রবর্তি, মাওলানা শফিউদ্দিন, এসএমএ আকতারুজ্জামান, মোঃ ওহেদ আলী, যশোর জেলা রোভার স্কাউট মোঃ ইমরান খান সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউট সদস্যবৃন্দ।