আকাশ দিয়ে উড়ে যাওয়া রহস্যময় এক অজানা বস্তু অর্থাৎ আনআইডেন্টিফায়েড ফ্লায়িং অবজেক্টের (ইউএফও) তিনটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
ইনফ্রারেড ক্যামেরায় ধারণ করা ভিডিওগুলোতে দেখা যায়, একটি বস্তু খুবই দ্রুত উড়ে চলে যাচ্ছে। সেটি দেখে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা বেশ অবাক হন। তাদের একজন বলে ওঠেন, এটা মনে হয় ড্রোন।
মার্কিন নৌবাহিনীর পাইলটরা এমন কিছু দেখলে কী পদক্ষেপ নেবে তারও একটি নির্দেশনা দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গত বছরের সেপ্টেম্বরে এই ভিডিওর সত্যতা জানায়। এখন তা প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে প্রকাশ করা হলো।
দেখুন ভিডিওঃ
পেন্টাগনের মুখপাত্র সুই গফ বলেছেন, ‘ভিডিওগুলো সঠিক কী না এবং এগুলোতে আরও কিছু রয়েছে কী না, সে সম্পর্কে জনমনে বিভ্রান্তি দূর করার জন্য সেগুলো প্রকাশ করা হয়েছে।’
তিনি আরো বলেন, প্রকাশিত ভিডিওতে বিশেষ কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়নি। আর তদন্তে দেখা গেছে, ওই সময়ে ওই জায়গায় সামরিক বাহিনীর কোনো ড্রোন বা অন্য কোনো বস্তু সেখানে ছিল না।
ভিডিও দুটি ২০১৭ সালের ডিসেম্বর ও ২০১৮ সালের মার্চের মধ্যবর্তী সময়ে প্রথম প্রকাশিত হয়। ইউএফও নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান দ্য স্টারস অ্যাকাডেমি অব আর্টস এন্ড সায়েন্সেস প্রথম প্রকাশ করে।
মার্কিন সংবাদমাধ্যমকে ২০১৭ সালে এক পাইলট জানান, তিনি ২০০৪ সালে দ্রুত গতিছে ছুটে যাওয়া বস্তু দেখেছিলেন। তিনি বলেন, ওটার গতি এতটাই বেশি যে বলে বোঝানো যাবে না।