মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন ০৭নং ওয়ার্ড খায়ের হাটে করোনা উপসর্গ নিয়ে (৬৬)এক ওমান প্রবাসীর মৃত্যু হয়।
জানা যায় ওমান ফেরত ব্যাক্তি বাড়িতে দ্বিতল ভবনের কাজ চলছিল। কয়দিন আগে কাজ শেষে গোসল করেন এতে তার শরীরে জ্বর আসে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বাহারুল আলম বলেন, গত ২৪ এপিল ঢাকা থেকে বাড়ীতে এসে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন ও পা ফুলে যায়। এ সংবাদ পেয়ে ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ টায় তার মৃত্যু হয়। একটি বিশেষ সংস্থার উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবরে দাফন করা হয়।
প্রসঙ্গত রায়পুরে পরীক্ষায় দেরি হওয়ায় তিনি ২৪ এপ্রিল ঢাকা জান এবং ২৫ এপ্রিল বাড়ি এসে হোম কোয়ারেনটাইনে থাকেন। বাড়িতে আসার পর তার জ্বর, শ্বাস কষ্ট ও পা ফুলে যায়।
মৃত দেহ থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতের বাড়ির ৪ পরিবারকে লকডাউন করা হয়েছে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।