মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের হাতে আটক হওয়া ১৩০টি সিএনজি ও অটোরিকশা ছেড়ে দিয়ে চালকদের খাদ্য সহায়তা দিয়েছে মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম।
জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সরকার কর্তৃক যে লকডাউনের ঘোষনা দিয়েছেন তা অমান্য করে উপজেলার বিভিন্ন সড়কে চলাচল করার দায়ে ১৩০টি সিএনজি ও অটোরিকশা আটক করে মুরাদনগর থানা পুলিশ।
শনিবার দুপুরে পবিত্র রমজানের প্রথম দিন এসব সিএনজি ছেড়ে দিয়ে চালকদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ওসি মনজুর আলম। এতে ওই সিএনজি ও অটেরিকশার চালক সহ এলাকার লোকজন ওসি মনজুর আলমের মানবিকতা নিয়ে ব্যাপক প্রশংসা করেন।
পুলিশ জানায়, করোনা ভাইরাস পরিস্থিতি এবং এর প্রাদুর্ভাব মোকাবেলায় মুরাদনগর থানা এলাকায় পুলিশ লকডাউন পালন করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানায়। কিন্তু প্রশাসনের নির্দেশনা অমান্য করে কিছু সিএনজি ও অটো রিকশা চালক রাস্তায় বেরিয়ে পড়ে। এতে লকডাউন অকার্যকর হয়ে যাওয়ার আশঙ্কায় ১৩০টি সিএনজি ও অটোরিকশা আটক করে থানা পুলিশ।
এর আগেও মানব সেবা করে মুরাদনগর থানা এলাকায় বেশ কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন ওসি একেএম মনজুর আলম।