মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র পক্ষ থেকে উপজেলা যুবলীগ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ত্রিশ এলাকায় উপজেলা যুবলীগের সদস্য রাজন আহম্মেদ রাজু তিন শতাধিক অসহায় নিন্ম আয়ের হতদরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পরা হতদরিদ্র পরিবারগুলোর মাঝে এমপির নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরনের পাশাপাশি এসব পরিবারগুলোকে সহযোগীতা করার জন্য এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন উপজেলার সকল নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।
এই ধারাবাহিকতায় রাজন আহম্মেদ রাজু ত্রিশ এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে দ্বিতীয় বারের মত খাদ্য বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম শাহেদ, আবিদ আলী, যুবলীগ নেতা জয়নাল সরকার, কৃষকলীগ নেতা মোহাম্মদ আলী, রায়হান উদ্দিন ভূইয়া, জিয়া উদ্দিন উজ্জল, আলাউদ্দিন প্রমুখ।
রাজন আহম্মেদ রাজু বলেন, আমি এমপি মহোদয়ের পক্ষ থেকে আমাদের ত্রিশ এলাকায় প্রথমবার ৪শ’ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। আজকে আবার ৩শ’ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছি। এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে আমরা উনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।