গাইবান্ধার গোবিন্দগঞ্জে ও ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৃথক পৃথক জায়গায় এ দুর্ঘটনাসমুহ ঘটে।
নিহতরা হলেন-মোল্লার চর ইউনিয়নের হাসমত আলী (৬০), গোবিন্দগঞ্জ ইউনিয়নের জাদু মিয়া (৩০), ফুলছড়ি ইউনিয়নের আনচার আলী (৫৫)। এরা সবাই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
মোল্লার চর ইউনিয়ন পরিষদ (ইউপি) ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা (ইউডিসি) হারুন মিয়া জানান, দুপুরে জমিতে পাট বীজ বুনছিলেন কৃষক হাসমত আলী। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন জাদু মিয়া। এ সময় ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে গরু চরাচ্ছিলেন। এ সময় বৃষ্টি সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।