সমগ্র বিশ্বের মধ্যে সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ১৪ জন। এর মধ্যে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশী। দেশটিতে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭৬৮ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ পর্যন্ত ১১ জন।
রবিবার (১৯ এপ্রিল) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এক হাজার ৪২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৬২ জনই বাংলাদেশী।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবশ্য এক দিনেই দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৪২৬ জন আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে ১৬ জন সিঙ্গাপুরের নাগরিক, বাকিরা বিভিন্ন দেশের।
আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা বেশি।