লকডাউনের মধ্যে কানাডায় এক বন্দুকধারীর গুলিতে একজন নারী পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির নোভা স্কটিয়া প্রদেশের গ্রাম্য অঞ্চল পোর্টেপিকে হামলা চালায় ওই বন্দুকধারী। এ ঘটনায় বন্দুকধারীরও নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
টুইটারে দেওয়া পোস্টে স্থানীয় পুলিশ জানিয়েছে, ৫১ বছরের ওই বন্দুকধারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। সে নিহত হয়েছে। তবে সে কিভাবে নিহত হয়েছে তার বিস্তারিত জানায়নি পুলিশ।
রাতে নোভা স্কোশিয়া প্রদেশের কেন্দ্রীয় শহর হলিফেক্স থেকে ১৩০ কিলোমিটার দূরের উপকূলীয় পোর্টাপিকে শহরে বন্দুকধারীর তাণ্ডব শুরু হলে স্থানীয় পুলিশে খবর দেন। এক পর্যায়ে ঘটনাস্থল এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে আরও কয়েকটি স্থানে হামলা চালায় ওই বন্দুকধারী। প্রায় ১২ ঘণ্টা ধরে চলতে থাকে তার তাণ্ডব।
পুলিশের ধারণা, হামলায় পুলিশের গাড়ি ব্যবহার করেছে ওই বন্দুকধারী। নোভা স্কটিয়া প্রদেশের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) স্টিফেন ম্যাকনেইল সাংবাদিকদের বলেছেন, ‘এটি আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম একটি দায়িত্বজ্ঞানহীন আগ্নেয়াস্ত্র সন্ত্রাস।’
করোনা পরিস্থিতির মধ্যে ঘটে যাওয়া নৃশংস এ ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে আখ্যায়িত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।