নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে সামরিক অভিযানে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর ১০৫ জঙ্গি নিহত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) নাইজেরিয়ার সেনাবাহিনী এ কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।
এই অপারেশনের ২ নম্বর সেক্টর ইনচার্জ সেনা কমান্ডার লরেন্স আরাবা জানিয়েছেন, বোকো হারাম সন্ত্রাসীদের বুনি ইয়াদি গ্রামে হামলা চালানোর একটি পরিকল্পনার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর এই অভিযান চালানো হয়।
কমান্ডার লরেন্স আরো বলেছেন, সেনাবাহিনী তথ্য পাওয়ার পর দ্রুত ওই এলাকায় যায়। পরে সেখানে অভিযান চালিয়ে জঙ্গিদের বাধা প্রদান করেছিল। এ ঘটনায় বোকো হারাম সন্ত্রাসীর ১০৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই জন।
জানা গেছে, এ অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘের মতে, বোকো হারাম লেক চাদ বেসিনের অঞ্চলের নাইজেরিয়াসহ চাদ, ক্যামেরুন, বেনিন এবং নাইজারে প্রচুর নিরাপত্তা এবং মানবিক চ্যালেঞ্জ তৈরি করেছে। দেশটিতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য এক দশকে ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।