চাঁপাইনবাবগঞ্জ, আবু সাঈদ আল জিহাদ এর নিজস্ব প্রতিবেদনঃ করোনা ভাইরাস-(কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্রদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ ত্রান তহবিল সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল বিতরন অব্যাহত রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসন এর ব্যাবস্থাপনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ এর সহোযোগিতায় কর্মহীন, অসহায়, ও দরিদ্র মহিলাদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহি অফিসার জনাব, মোঃ আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন এনডিসি জনাব রবিন মিয়া, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি- সাকিনা খাতুন পারুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি- শাকিউল ইসলাম শাকিল, পৌর ছাত্রলীগের সভাপতি- জাহিদ হাসান পরশ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ আলমগীর হোসেন জানান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ ত্রান তহবিল থেকে করোনা ভাইরাস-(কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন,অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন অব্যাহত রয়েছে। এবং এর আগেও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষধ এবং বিভিন্ন শ্রমজীবীর মাধ্যমে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এবং আগামীতে চাল বিতরন অব্যাহত থাকবে বলে জানান তিনি।