কানাডায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা সালাম শরীফ (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন ধরে সেন্ট মাইকেল হাসপাতালে আইসিইউতে ছিলেন।
স্থানীয় অন্টারিও আওয়ামী লীগ সালাম শরীফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সাবেক ছাত্রনেতা এম এ কাদের মিলু তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাভরে স্মরণ করবে।
মুক্তিযোদ্ধা সালাম শরীফ গোপালগঞ্জের এলাকার অধিবাসী। তিনি অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা, আওয়ামী লীগ অফ কানাডার সভাপতি এবং গ্রেটার ফরিদপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ছিলেন।
উল্লেখ্য, ইতোপূর্বে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ এবং গত ৫ এপ্রিল টরন্টোতে হাজী তুতিউর রহমান, ১০ এপ্রিল ওমর শেখ এবং জামাল আলী এই মরণঘাতী ভাইরাসে মারা যান। সালাম শরীফ পঞ্চম বাংলাদেশি, যিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।
সূত্র : ইত্তেফাক