করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার খবর বেরিয়েছে ২০১৯ এর ডিসেম্বরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে তখনই। কেউ গুরুত্বটি অনুমান করতে পারেনি। অনেক দেশ প্রথম দিকে তেমন কোন ব্যবস্থাও নেয়নি। ভাইরাস এতটা ভয়াবহ হবে ভাবেনি কেউ। করোনা ভাইরাস এখন বিশ্ব জুড়ে মহামারিতে রূপ নিয়েছে, মানূষ মারা যাচ্ছে প্রতিদিন। সরাকারগুলি হিমশিম খাচ্ছে করোনা মোকাবেলায়। জরুরী ভেন্টিলেশন দিতে পারছেনা উন্নত দেশেও। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন দেড় লক্ষ। অনুমান করা হচ্ছে এই সংখ্যা আরো বাড়তে পারে। কোন ঔষুধ আবিস্কৃত হয়নি এখনো। সামাজিক দুরত্বই একমাত্র উপায় বিবেচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্রমন মোকাবালার। সমগ্র পৃথিবী স্তব্দ হয়ে গেছে, কোথায়ও কোন উৎপাদন নেই। কাজকর্ম হারিয়ে মানূষ বেকার হয়ে পড়ছে সবখানে। দেশে দেশে আপদকালীন সাহায্যের ঘোষনা দিয়েছে সরকারগুলি। জরুরী খাদ্য / নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরন করছে গৃহে বন্দি মানূষের কাছে। উৎপাদন নেই কোথায়ও। এই অবস্থা চলতে থাকলে বিশ্ব বাজারে ধ্বস নামবে শীঘ্রই। শেয়ার বাজারের পতন ঘটেছে ইতিমধ্যেই বিশ্বজুড়ে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির, দুষ্প্রাপ্যতা হয়ে পড়েছে অনেক দেশে। আমদানী নির্ভর দেশেগুলির খাদ্য ঘাটতি হবে শীঘ্রই। অধিক জনসংখ্যার দেশে চরম অবনতির সম্ভাবনা দেখা দিতে পারে খাদ্য সংকটে। বিশ্ব অর্থনীতির ধ্বস নামবে নিশ্চিত। দীর্ঘ দিন দুই পরাশক্তির ঠান্ডা যূদ্ধে পৃথিবী বিভাজিত হয়ে পড়েছিল, বিশ্বএখন বিপর্যস্থ করোনার দূর্যোগে। বিশ্ব মানবতা বিপন্ন হয়ে যেতে পারে অর্থনৈতিক দুরাবস্থার কারনে। বিশ্ব নেতারা কি ভাবছেন জানিনা তবে, সভ্যতাকে বাচিয়ে রাখতে হলে এখন জাতীসংঘের মত আরো একটা আন্তর্জাতিক সংঘ গঠন জরুরী হতে পারে। মানবতা এখন বিপর্যস্ত, মানূষত্ব হুমকির সম্মুখিন। বিশ্বমানবতা একহয়ে মোকাবেলা করতে না পারলে অনেক দেশ মানবশুন্য হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতেই মানূষ বাঁচার তাগিদে দেশান্তরীত হয়েছে পুর্বে। করোনা উত্তরনের পর আবার নতুন করে বাঁচার তাগিদে দেশান্তরীত হওয়ার সম্ভাবনা অমূলক নয়।তৃতীয় বিশ্ব যূদ্ধের ভয় করেছে সকলে, কোভিড-১৯ সেই ভয়কেও হার মানিয়েছে। মৃতের আশংকা করা হচ্ছে বিশ্বযূদ্ধেরই মত। করোনা ভাইরাসই এখন তৃতীয় বিশ্বযূদ্ধ। মানবতা রক্ষায় সভ্যতার তাগিদে এখন বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়া জরুরী। উদ্যোগটি কে নিবেন জানিনা তবে, ব্যর্থ হলে শুধু সভ্যতা নয় মানবতার মরন হবে।
আজিজুর রহমান প্রিন্স
রাজনীতিবিদ, লেখক ও গবেষক
টরেন্টো, কানাডা
১৪ এপ্রিল ২০২০