ভর্তির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করলে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত ফি আদায় করা হয় এবং তার যদি কোনো অভিযোগ এবং প্রমাণ আমরা পাই তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। শিক্ষার মান উন্নয়নে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরে পূরণের চেষ্টা থাকবে।’
সূত্র : সময় নিউজ