সদ্য বিদায়ী আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে স্বচ্ছ নিয়োগ, পদায়ন ও পদন্নোতির মাধ্যমে পুলিশ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
পুলিশ বাহিনীর কোনো ট্রেনিং না থাকলেও সাহসিকতার সঙ্গে করোনা চ্যালেঞ্জ পুলিশ মোকাবিলা করে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বিদায়ের প্রাক্কালে মঙ্গলবার দুপুরে এক অনলাইন ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
এ সময় বিদায়ী আইজিপি ‘৯৯৯’ চালু প্রসঙ্গে বলেন, এরইমধ্যে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ চালু করার পর প্রতিদিন নানা সমস্যা নিয়ে পর্যাপ্ত কল আমরা রিসিভ করে থাকি। সেইসঙ্গে খুব সহজেই সফলতা অর্জন করতে পেরেছি। আজ দায়িত্ব পালন শেষে মনে করছি, সেটি অর্জনে সক্ষম হয়েছি। পুলিশ এখন জনতার।
জনতার পুলিশ হতে পারা সম্পর্কে বিভিন্ন থানার ওসিদের মহৎ কাজের কথা তুলে ধরে আইজিপি বলেন, থানাতে ওসি একটি গুরুত্বপূর্ণ পদ। জনতার পুলিশ হতে পেরেছি এ জন্যই যে অনেক থানার ওসি ‘হ্যালো ওসি’ অ্যাপ খুলেছে জনগণকে সহজেই সেবা দিতে। আবার অনেক ওসি থানার সামনে ঝুলিয়েছেন ‘আমাকে স্যার বলবেন না’।
আইজিপি আরও বলেন, ১৯৭১ সালে পুলিশবাহিনী রাজারবাগে মাত্র তিনটি থ্রি নট রাইফেল দিয়ে এক বিশাল পাক হানাদার বাহিনীকে পরাস্ত করেছিল। করোনার ক্ষেত্রে পুলিশ পিছপা হয়নি। মানুষকে সচেতন করছে। মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে। আপনারা ঘরে থাকুন। পুলিশ রাস্তায় আছে। আপনাদের পাশে পুলিশ আছে।
আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, দায়িত্ব এবং ক্ষমতা এ দু’টিকে আমানত হিসেবে নিয়েই গত দুই বছর কাজ করে গেছি। এ সময় যেখানেই দায়িত্ব পালন করেছি সেখানেই চেষ্টা করেছি পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি