ঈশাত জামান মুন্না,
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে ৪ জনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার এর নির্দেশে অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা এর নেতৃত্বে ১০/০১/১৯ তারিখ ২৪ ঘন্টায় কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা চুরির দায়ে উত্তরবত্রিশহাজারী গ্রামের জরিপ উদ্দিন এর পুত্র মোমিনুর রহমান (২৮)। দক্ষিণ দলগ্রাম গ্রামের মৃত মতিয়ার এর পুত্র মিজানুর রহমান (৩৫)। চন্দ্রপুর ইউনিয়ন এর বোতলা এলাকার মৃত নায়েব আলীর পুত্র মোঃ সুরুজ আলী (৩০) এবং গ্রেফতারী পরোয়ানা জারিকৃত জিআর মামলা নং ৫৭/১৮ এর মৃত শমসের আলীর পুত্র আঃ জব্বার (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
উক্ত অভিযানের বিষয়ে অভিযান পরিচালনার দায়ীত্বরত কালীগঞ্জ থানার উপ পরিদর্শক বাদল কুমার মন্ডল জানান চন্দ্রপুর ইউনিয়ন এর উত্তরবত্রিশহাজারী গ্রামের চাপারহাট এসকে ডিগ্রিকলেজ সংলগ্ন জনৈক একটি বাড়ীতে অভিনব কায়দায় চুরি হয় এ বিষয়ে উক্তবাড়ীর মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেন উক্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান,সাধারন জনসাধারনের নিরাপত্তা নিশ্চিতে কালীগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর, তারই পরিপ্রেক্ষিতে ধৃত ৩ পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের নামে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।