বিশ্ব অর্থনীতি আবারো ভয়াবহ মন্দার মুখে পড়তে যাচ্ছে করোনা মহামারির কারণে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধস নামবে, যা ১৯৩০ সালের মন্দা থেকেও ভয়াবহ। তবে ২০২১ সাল থেকে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করবে ।
বেকার হয়ে গেছে অনেক মানুষ লকডাউনের কারণে , বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। জাতিসংঘের গবেষণা বলছে, বিশ্বের ৮১ শতাংশ কর্মক্ষম মানুষের কর্মস্থল আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে লকডাউনের কারণে।
ভোগান্তিতে পড়েছে ৩৩০ কোটি মানুষ। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো, যাদের প্রয়োজন হতে পারে অনেক বেশি আর্থিক সহায়তা। জাতিসংঘের গবেষণা বলছে, সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ৩ মাস আগেও ১৬০ দেশের মাথাপিছু আয় ভালো ছিল, বর্তমানে ১৭০ দেশের মাথাপিছু আয় ঋণাত্মক পর্যায়ে চলে গেছে।