‘আভিগান’ প্রয়োগে অন্ধকারে আলোর দেখা মিলেছে ।Avigan যেটা Favipiravir নামেও পরিচিত, এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এর ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছিলো।Avigan একটি জাপানিজ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ৬ বৎসর আগে ডেভেলপ করে। ইতিমধ্যে বিশ্বব্যাপী এটির টেস্টিং শুরু হয়েছে। চাইনার গুয়াংজু প্রবিন্স এর শেনজেন শহরে ৮০ জন রোগীর উপর প্রয়োগ করে ৩ থেকে ৪ দিনের মাথায় Covid-19 এর PCR টেস্ট নেগেটিভ রেজাল্ট মিলেছে ।
জাপান ১২০ জন রোগীর উপর Avigan প্রয়োগ করে দেখতে পায় অপেক্ষাকৃত কম বয়স্ক রোগীরা এক সপ্তাহে সুস্থ হয়ে যায়,তবে প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে এটির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে উল্লেখ করা হয়।বর্তমানে জাপান সহ আরো ২০ টি দেশ Avigan এর ক্লিনিকাল ট্রায়াল চালাচ্ছেন, বাংলাদেশও Avigan উৎপাদনের জন্য প্রস্তুত, খুব শীঘ্রই হয়ত Avigan এর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।