চট্টগ্রামের বিআইটিআইডিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। করোনা শনাক্ত হওয়ার পর নগরীর বাগমনিরাম ওয়ার্ডের ছয়টি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন। ভবনগুলোতে কমপক্ষে ৮০টি পরিবার রয়েছে। শুক্রবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এক জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৬৭ বছর।চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার এস এম মেহেদী হাসান জানান, এই বাড়িগুলো থেকে কেউ বের হতে পারবেন না। আবার কেউ প্রবেশ করতেও পারবেন না।