মো: জহির হোসাইন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া কামিল মাদ্রসা জাতীয় ঈদগাহ ময়দানে আজ বুধবার (১৮ মার্চ ) করুন ভাইরাস থেকে মুক্তির জন্য খতমে শেফা ( দোয়ার ) আয়োজন করা হয়।
প্রসঙ্গত সারা বিশ্বে একশোরও বেশি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত সারা বিশ্বে ৮ হাজারের কাছাকাছি মানুষ মারা যায় । এই মরণ ব্যাধির সঠিক চিকিৎসা এখন পর্যন্ত দিতে পারতেছে না কোনো দেশের ডাক্তার ও চিকিৎসা বিজ্ঞানীরা।
এই মরণব্যাধি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য খতমে সেফার আয়োজন করেন হায়দরগঞ্জ ঈদগাহ ময়দানে।
আজ সকাল ফজরের নামাজের পর পর এই দোয়ার অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন “আওলাদে রাসূল ছায়্যেদ মো: আনোয়ার হোসাইন তাহেরি জাবেরী আল মাদানী সাহেব।
প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়।ঈদগাহ ম্যাথ কানায় কানায় পরিপূর্ণ হয়ে বাজারের আশেপাশের রাস্তায় বসে যায় মানুষ।দোয়ার অনুষ্ঠানে সারা বিষের মানুষের জন্য দোআ করা হয়।আল্লাহ যেন সারা বিশ্ববাসীকে করোনা ভাইরাস থেকে মুক্তি দেন।
দোয়ার পুরো অনুষ্ঠান পরিচালনা করেন আওলাদে রাসূল ছায়্যেদ মো: আনোয়ার হোসাইন তাহেরি জাবেরী আল মাদানী সাহেব।সকাল ৮:৩০ তাই শেষ হয় দোয়ার অনুষ্ঠান।