ছয় মাসে কয়েক দফা সময় পিছিয়েও পূরণ হয়নি শিল্প ঋণের সুদহার ৯ শতাংশ নামিয়ে আনার প্রতিশ্রুতি। ব্যাংক কর্মকর্তারা বলছেন, উচ্চহারের খেলাপি ঋণ ও আমানতের বাড়তি সুদের কারণে কমানো যায়নি ঋণের সুদহার। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, সুদের হার কমাতে সরকারকে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যাংকগুলোর উদ্যোগ নিতে হবে।
ডিসিসিআই’র সাবেক সভাপতি আবুল কাশেম বলেন, ‘আমরা সরকারকে বারবার বলছি যে, বিকল্প ফাইন্যান্সিং ব্যবস্থা করতে হবে। আমি ব্যাংকে গেলাম না, সেখানে নতুন উদ্যোক্তা বা নতুন প্রজেক্টগুলো কিন্তু স্টক মার্কেটে যেতে পারছে না। আমি বলবো, এটা ভুল পলিসি।’
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এমন অবস্থায় ঋণের সুদের হার কমানো কঠিন হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমি মনে করি, যেহেতু ব্যাংকাররা একটা দায়িত্বশীল পোস্টে আছেন। সরকারের সঙ্গে তাদের যেহেতু চিন্তা চেতনার একটা সংমিশ্রণ ঘটেছে সুতরাং তাদের এটা করা উচিৎ। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক দেখভাল করছে।’
সুদের হার কমানোর ঘোষণার আগে সরকার চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক কর হারে আড়াই শতাংশ ছাড় দেয়।