করোনা আতঙ্কে শেয়ার বিক্রি করেছেন বিনিয়োগকারীরা । করোনা ভাইরাসের আতঙ্কে বাংলাদেশের পুঁজিবাজার
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একদিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ২৮০ পয়েন্ট এবং
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ৭৬৯ পয়েন্ট কমেছে।
করোনা ভাইরাস অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে এ আতঙ্কে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন
বলে জানান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।
আজ মঙ্গলবার বিনিয়োগকরীদের উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
এ বড় দরপতনের পর বাজারে মার্কেট পিই রেশিও অনেক কমে গেছে, যা ১০ পয়েন্টেরও কম।
অনেক কোম্পানির শেয়ার সস্তা মনে হলেও ভবিষ্যতের ব্যবসায়ে ভালো সম্ভাবনা রয়েছে।’
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সম্পর্কে এক নির্দেশনা জারি করেছে, যেখানে ব্যাংক এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে। এ বিনিয়োগ এক্সপোজার হিসাবে বিবেচনা করা হবে না।
আসিফ ইব্রাহিম বলেন, আমি যতদূর জানি কিছু ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করেছে। যারা এখনো এ প্রক্রিয়া শুরু করেনি, তাদের প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং সিনিয়র পরিচালকদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি বিনিয়োগের নির্দেশনা জারি করতে।