ভোলায় দলীয় প্রতীক পেলো ১৫ প্রার্থী।
ভোলায় দলীয় প্রতীকে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন করার চিঠি পয়েছেন আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টির ১৫ প্রার্থী। ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মো: মাসুদ আলম ছিদ্দিক ভোলার ৪টি আসনে বিভিন্ন দলের ১৫ প্রার্থী বা প্রার্থীর পক্ষের দলীয় নেতা কর্মীদের হাতে দলীয় প্রতীকে নির্বাচনের এ চিঠি তুলে দেন। ভোল১ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ প্রার্থী তোফায়েল আহমেদ, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি প্রার্থী মো: কেফায়েত উল্লাহ নজিব, হাতপাখা প্রতীকে ইসলামি আন্দোলন বাংলাদেশ মাওলানা ইয়াছিন, কাস্তে প্রতীকে কমিউনিস্ট পার্টি প্রর্থী এ. কে.এম সোহেল আহমেদ। ভোলা-২ আসনে নৌকা প্রতীক পয়েছেন আওয়ামীলীগ প্রার্থী আলী আজম মুকুল, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম, হাত পাখা প্রতীকে ইসলামি আন্দোলন প্রার্থী মো: ওবায়েদুর রহমান। ভোলা-৩ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি প্রার্থী নুরনবী সুমন, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন প্রার্থী মো: মোসলেহ উদ্দিন। ভোলা-৪ আসনে নৌকা প্রতীক পয়েছেন আওয়ামীলীগ প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন আলম, হাতপাখা প্রতীকে ইসলামি আন্দোলন প্রার্থী মো: মহিবুল্যাহ। আজ থেকেই তারা প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। প্রচার প্রচারনা চালাতে পারবেন ২৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাসুদ আলম ছিদ্দিক।:- অরুনজীব নন্দী অর্নব, ভোলা
রাজনীতি