প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।
একাদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ নেয়ার চারদিন পর শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করান। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের মঙ্গলে কাজ করার শপথ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি নির্বাচিত ৪৬ জন সদস্য।
বিকেল সোয়া তিনটার দিকে ঐতিহাসিক এই অনুষ্ঠানে উপস্থিত হন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চার বার নির্বাচিত ও একনাগাড়ে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে দুপুর থেকেই বঙ্গভবনের দরবার হলে আসতে থাকেন নতুন দায়িত্ব পাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ের ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১ হাজার আমন্ত্রিত অতিথি।