নিষেধাজ্ঞার পর আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব। সাকিব আল হাসান জন্ম: ২৪ মার্চ ১৯৮৭ ।
তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। তিনি ২৮ অক্টোবর ২০১৯ পর্যন্ত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি২০ আন্তর্জাতিক সংস্করণে অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
তাকে বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার
বলে গণ্য করা হয়। ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডারের রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক
ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র্যাংকিং ধরে রেখেছেন।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় আছেন ২০১৯ সালের অক্টোবর থেকে।
সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব, পরে অবশ্য স্থগিত করা হয়েছে এক বছর।
তবে খুব দ্রুত মাঠে নামছেন এ অলরাউন্ডার। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত একটি চ্যারিটি ম্যাচ খেলার কথা জানালেন
সাকিব নিজেই।
আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের (এবিএএসই) একটি
চ্যারিটি ম্যাচ খেলতে নামবেন সাকিব। ভিক্টোরিয়ার প্রেস্টন সিটি ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন বনাম
সিডনির মধ্যে, সাকিব খেলবেন মেলবোর্ন একাদশের হয়ে। স্বীকৃত ক্রিকেট ম্যাচের বাইরে চ্যারিটি ম্যাচ খেলতে
অসুবিধা নেই সাকিবের।
এবিএসই’র ফেসবুক পেজে এক ভিডিওতে সাকিব বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ
অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ইন্ডিপেন্ডেন্স ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভালে অংশ
নিতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’
আরেকবার প্রতিপক্ষের ব্যাটসম্যানের স্ট্যাম্প উপড়ে ফেলা কিংবা কাট করে বল সীমানায় পাঠিয়ে দেওয়া
অনেকদিন পর দেখতে পারবে তার ভক্তরা। ম্যাচ নিয়ে উন্মাদনা কাজ করছে অস্ট্রেলিয়ায় প্রবাসী
বাংলাদেশিদের মধ্যে। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রিও।