মো:জাহির হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে শুক্রবার (৬ মার্চ) ইমাম মোয়াজ্জেম সমিতির উদ্যোগে
রায়পুর বাস স্ট্যান্ড মসজিদের সামনে ভারতে মুসলমানদের উপর হামলা, নৃশংস হত্যা, পবিত্র মসজিদ কোরআন
শরিফে আগুন লাগানোর প্রতিবাদে প্রতিবাদ সভা করা হয়।
শুক্রবার আসরের নামাজের পর রায়পুরের মসজিদ থেকে মুসল্লিরা এই প্রতিবাদ সভায় অংশ নেয় ।
সভায় নেতৃত্ব দেন রায়পুর এমাম মুয়াজ্জেন সমিতির নেতৃবৃন্ধ। এ সময় বক্তারা ভারতের বর্তমান
সরকার নরেন্দ্র মদির কড়া সমালচনা করেন। তারা দাবি করেন সারা বিশ্বের মুসলমানরা ভাই ভাই।
ভারত নামে ধর্ম নিরপেক্ষতা দেখায় আর মুসলমানদের হত্যা করে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে,
মুসলমানদের মসজিদ ভাঙ্গা হচ্ছে, পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়া হচ্ছে মুসলমান হয়ে এই
অত্যাচার সহ্য করা যায় না। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রয়োজনে জিহাদ করতে হবে
তবুও মুসলমানদের রক্ষা করতে হবে।