ভারতের দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সহিংসতায় প্রায় ৭০০ মানুষ নিখোঁজ হয়েছেন।
এছাড়া, দিল্লির সহিংসতাকে চাপা দেওয়ার জন্য করোনাভাইরাস নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর মধ্যে দিল্লির সহিংসতাকে চাপা দেওয়ার জন্য কয়েকজন মানুষ করোনাভাইরাস নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে।
মমতা বলেন, দিল্লির পরিস্থিতি এখন দুঃখজনক। অজস্র গৃহহীন হয়েছেন। স্তূপে মৃতদেহ জমেছে।
নর্দমা থেকে দেহ উদ্ধার হচ্ছে। ৭০০ মানুষের এখনও সন্ধান নেই।
তিনি বলেন, দাঙ্গা বলে চালানোর চেষ্টা হলেও আসলে গণহত্যাই হয়েছে। ওটাকে কখনো দাঙ্গা বলবেন না। সব জায়গায় প্রচার করুন যে ওটা গণহত্যা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে সিএএ বিরোধীদের ওপর হামলা চালায় সিএএ পন্থী কট্টর হিন্দুত্ববাদীরা। এর জের ধরে শুরু হয় সহিংসতা। পরদিন সেই সহিংসতা পূর্ব দিল্লিতেও ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৭ জন। এছাড়া প্রায় ৩০০ জন আহত হয়েছে বলে জানা গেছে।