মো: কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও দিনের বেলায় বালু বোঝাই ট্রাক চলাচল বন্ধ এবং নিরাপদ সড়কের দাবিতে দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর বাজারে আজ মানব বন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকার গণ্য-মান্য ও সকল স্তরের
জনসাধারণ।
দ্বিতীয় দিনের মতো(২মার্চ) আজ সোমবার দুপুরে দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর বাজারের সামনের সড়কে
এলাকাবাসীর ব্যানারে কোমলমতি ছাত্র-ছাত্রীরা স্বত:সফূর্তভাবে রাস্তায় শুয়ে আন্দোলনে অংশ নেয় এবং
বিক্ষোভ মিছিল করে।
এ সময় বক্তাররা তাদের বক্তব্যে বলেন, ‘এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এভাবে আর কতো মায়ের
বুক খালি হবে? দিনের বেলায় ট্রাক চালকগণ বেপরোয়াভাবে গাড়ি চালানোয় এসব দুর্ঘটনা ঘটছে। আমরা
নিরাপদ সড়ক চাই।
স্থানীয় প্রশাসনের কাছে আমরা নিরাপদ সড়কের জন্য জোর দাবি জানাই। আমরা এই
সমস্যার দ্রুত সমাধান প্রত্যাশা করছি, নয়ত পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ এসময় তারা
প্রশাসনের রহস্যজনক নিরব ভূমিকার তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য যে, শুক্রবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।