উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশে তার প্রশাসনের মাধ্যমে এক করোনাভাইরাস রোগীকে গুলি করে হত্যা করা হয়েছে।
সিঙ্গাপুরের একটি সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে একটি টুইটার অ্যাকাউন্টের কথা উল্লেখ করে জানিয়েছে, তারা ওই অ্যাকাউন্ট থেকে তথ্যটি পেয়েছে। কিন্তু অ্যাকাউন্টের সত্যতা সম্পর্কে কিছু জানানো হয়নি।
সিঙ্গাপুরের ওই সংস্থাটি ছাড়াও দক্ষিণ কোরিয়ার একটি মিডিয়ার প্রতিবেদনে করোনা রোগীকে হত্যার দাবি করা হয়েছে।
তারা জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র থেকে তারা জানতে পেরেছে, করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে এক ব্যবসায়ীকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। কিন্তু তিনি নিয়ম মানেননি। তখন ওই ব্যবসায়ীকে গুলি করে মারা হয়।
তবে করোনা আক্রান্ত রোগীকে গুলি হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেনি কিম প্রশাসন। আবার অস্বীকারও করেনি।
সূত্র: আনন্দবাজার।