জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় নির্ধারণ করা হয়।
শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া আইনজীবীদের আদালতে ঢুকতে দেয়া হচ্ছে না। তল্লাশি করা হচ্ছে সাধারণ মানুষসহ আদালত সংশ্লিষ্ট সবাইকে। হাইকোর্টের পাঁচটি প্রবেশ পথেই নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাখা হয়েছে সাজোয়া যান।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে শুনানি হবে। জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকার এক নম্বরে রাখা হয়েছিল পরে তা পেছানো হয়।
উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নেয়ার কথা উল্লেখ করে, গত মঙ্গলবার তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। এর আগে এ মামলায় তিনবার জামিন চেয়ে আবেদন করেন বেগম জিয়া, তিনবারই জামিন আবেদন খারিজ হয়।
গত বছরের এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন বেগম জিয়া।