ইবি প্রতিনিধি-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষের আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা-২০২০। আগামী শুক্রবার ( ২১ফেব্রুয়ারি) বেলা সাড়ে দশটায় এ মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী।
বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের পাশের আমবাগানে আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গত বছর শুধু বই মেলা হলেও এবছর প্রথমারের মত এর সাথে প্রযুক্তি উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় বিভিন্ন বিভাগের স্টলে প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবন শোভা পাবে।
এছাড়া এ মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি রাত ১২টায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ও ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রশাসন চত্বর সহ হলসূমহে জাতীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। সমাপনী দিনে ১১টায় মানবিক অনুষদের পূর্ব পার্শ্বের আমবাগানে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর রশিদ আাসকারী, উপ-উপাচার্য প্রফেসর ড.শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড.সেলিম তােহা, ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. শামসুজ্জামান খান।
রাকিব হোসেন
ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
মোবা: ০১৭৩২৮৫২৫১৯