আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্দি প্রদেশে তুষারধসের ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে।
তুষারধসের ঘটনায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছে। এছাড়া তুষারধসে প্রায় ৫০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আহমেদ তামিম আজিমি বলেছেন, দুই পরিবারের ২১ জন নিহত হয়েছে। তিনি বলেন, খারাপ আবহাওয়ার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে আফগানিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছিল দাইকুন্দিসহ বেশ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাত, ভারী তুষারপাত ও তাৎক্ষণিক বন্যা হতে পারে।
এদিকে তুষারধসের পর বেশ কয়েকটি প্রধান মহাসড়ক ও সড়ক বন্ধ হয়ে যায়। গত দুই মাসে আফগানিস্তানে ভারী তুষারপাত ও বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এসব ঘটনায় জানুয়ারি ও ফেব্রুয়ারি ৭২ জনের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ও আফগানিস্তানের জাতীয় পরিবেশ সুরক্ষা সংস্থার তথ্যমতে, অনিয়ন্ত্রিত গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের কারণে দেশটির তাপমাত্রা ২১০০ সাল নাগাদ ৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পাবে। ২০১৮ সালে মারাত্মক খরার কারণে আফগানিস্তানের ২২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।