মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর -ব্রাহ্মণবাড়িয়া-প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে প্রকাশিত পত্রিকা “সাপ্তাহিক আমাদের আড়াইহাজার” এর সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল থেকে আড়াইহাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সীমান্ত ঘেষে বয়ে যাওয়া মেঘনা নদীতে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা।
মিলন মেলায় আশপাশের কয়েকটি জেলার দেড় শতাধিক সাংবাদিক ও রাজনীতিক নেতৃবৃন্দসহ, সরকারি কর্মকর্তা অংশ নেন।
মেঘনা নদীর মাঝে ফেরি ভাসিয়ে চলে আলোচনা সভা ও পরিচিতি পর্ব। পরিবেশন করা হয় বিভিন্ন বাহারী খাবার।
পত্রিকাটির সম্পাদক ও আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে দীর্ঘ সময় ধরে চলে এই অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সহধর্মিণী ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়মা ইসলাম ইভা।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো.সোহাগ হোসেন,সহকারি কমিশনার (ভূমি)মো.উজ্জল হোসেন,উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র
মিলনমেলায় বক্তারা বলেন, আড়াইহাজার উপজেলার উন্নয়ন, কৃতিত্ব, সাফল্যসহ সব ধরনের সংবাদ তুলে ধরে আমাদের আড়াইহাজার অনেক সুনাম অর্জন করেছে।
নিয়মিত পত্রিকাটি প্রকাশ করে রেকর্ড সৃষ্টি করেছে।
জাতীয় পর্যায়ের সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ সহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এই মিলনমেলায়। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা, নরসিংদীর মাদবদী, গাজীপুরের কালীগঞ্জের মোট দেড় শতাধিক সাংবাদিক অংশ নেন এই মিলনমেলায়।
আড়াইহাজারের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয় কয়েকজনের হাতে। বিশেষ অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং উপস্থিত সকল সাংবাদিকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয় আয়োজকরা।