স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর হিলি ইমিগ্রেশনে পাসপোর্টযাত্রীদের শুধু লিফলেট বিতরণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলেও গতকাল রোববার থেকে শুরু হয়েছে হ্যান্ডস ডিজিটাল থার্মোমিটার দিয়ে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম। স্বাস্থ্য পরীক্ষা শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পাসপোর্টযাত্রী ও স্থানীয়দের মাঝে। তবে পাসপোর্ট যাত্রীদের পাশাপাশি ভারতীয় ট্রাক ড্রাইভারদেরকেও পরীক্ষা আওতায় আনার দাবি স্থানীয়দের।
গতকাল সকাল থেকে ইমিগ্রেশনটিতে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু করে মেডিকেল টিমের ৪ সদস্য। এই যন্ত্রটি দিয়ে খুব দ্রুত যাত্রীদের শরীরের তাপমাত্রা নির্ণয় করা সম্ভব হচ্ছে এবং পর্যায়ক্রমে সবাইকে স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হবে বলে জানান তারা।