ঢাকা দুই সিটি করপোরেশনে ভোট কারচুপির অভিযোগে রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে
রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ হরতাল।
সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন বেশ কয়েকজন নেতা-কর্মী। পরে দলীয় কার্যালয়ের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় প্রতীকী ইভিএম মেশিনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন নেতা-কর্মীরা।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, জনগন বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে। নির্বাচন প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ।
হরতালকে ঘিরে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি অফিস ও এর আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বিপুল সদস্য মোতায়েন রয়েছে। শহরে যেকোন ধরনের নাশকতা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
এদিকে, বিএনপি সকাল সন্ধ্যা হরতাল ডাকলেও ভোর থেকেই শহরের বিভিন্ন রাস্তায় স্বাভাবিক দিনের মতই যানবাহন চলাচল করছে।