প্রত্যাশা ছিল ফিরে আসবেন সুস্থ হয়ে। শপথ নেবেন একাদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। ফিরে এলেন ঠিকই। তবে নিথর দেহে। কফিনে শুয়ে। সন্ধ্যায় ৬টায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদ সৈয়দ আশরাফের মরদেহ বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।
শোকের কালো ছায়ায় মোড়ানো শনিবারের সন্ধ্যায় শাহজালালে পৌঁছায় প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। বিমান বাংলাদেশের ফ্লাইটে করে ঢাকায় নিয়ে আসা হয় তাকে। আওয়ামী লীগের সাবেক এ সাধারণ সম্পাদকের মরদেহ গ্রহণ করেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিমানবন্দরে হাজারো কর্মী সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন কিশোরগঞ্জের ৫ বারের এ সংসদ সদস্য। এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় সড়কপথে বেইলি রোডের বাসভবনে নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগের সাবেক এ নেতার মরদেহ। পথজুড়ে ভিড় করে ভক্ত সাধারণরা।
সৈয়দ আশরাফের প্রয়াণে তার বাসভবনে ভিড় করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী রাজনীতিকরা।