কোনো জবাব দিতে পারবে না। তারা ১০ বছরের এলাকায় আসেনি, কারও খোঁজ নেয়নি। মন্ত্রী আশা প্রকাশ করেন দেশে অবাদ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে চলেছে এবং সেই নির্বাচনে জনগণ নৌকাকে ভোট আবারও বিজয়ী করবে। এ সময় তিনি জানান, ভোলাতে আরও ১২শ মেগাওয়াট বিদ্যৎ উৎপাদন কেন্দ্র হবে, এখানে হবে শিল্প কল কারখানা। দক্ষিণাঞ্চলের উন্নয়ন হবে এবং সিঙ্গাপুরের আদলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০১ সালে বিএনপি সারাদেশে সীমাহীন অত্যাচার করেছে যা অকল্পনীয়। তারা একবার ক্ষমতার স্বাদ পেলে এক লাখ মানুষ হত্যা করবে। বিএনপি একটি নিষ্ঠুর দল। মানুষ পূর্বে তাদের সেই অত্যাচার নির্যাতন আর ধর্ষণের কথা ভোলেনি। বাংলার মানুষ এই নির্বাচনে ব্যালেটের মাধ্যমে তার জবাব দিবে। আজ বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের গাজীপুর রোডস্থ বাসভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আ. লীগের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকার করেনি। বাংলাদেশ বিশ্বে মর্যাদাশালী দেশ ও উন্নয়নের রোল মডেল এখন। আমরা দরিদ্রের সীমা কমিয়েছি। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি। মন্ত্রী বলেন, দেশের মানুষ নৌকাকেই ভোট দেবে, যারা দেশকে পিছিয়ে নিতে চেয়েছিল তাদের নয়। এ সময় মন্ত্রী বিএনপির দুই প্রার্থী হাফিজ ইব্রাহিম ও হাফিজ উদ্দিনের অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, তারা কোনো উন্নয়ন করেনি, বরং এতো নির্যাতন করেছে যে ভোটারদের কাছে গিয়ে তারা রুপ নেবে ভোলা। সংবাদ সম্মেলনে ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু উপস্থিত ছিলেন। :- অরুনজীব নন্দী অর্নব, ভোলা প্রতিনিধি