চট্টগ্রামে ফৌজদারহাট-বায়েজীদ বাইপাস সড়কটি যানবাহন চলাচলের জন্য আগামী মার্চ মাসে খুলে দেয়া হবে। ইতোমধ্যে সড়কটির ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। মূল শহরের যানজট নিরসনে এ বাইপাস সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সড়কটি চালু হলে বিশ্বমানের শহর ও পর্যটনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা।
প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজীব দাশ বলেন, প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া ৬টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।
আগামী মার্চ মাসেই সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান চউক এর প্রধান প্রকৌশলী। সড়কটি দ্রুত চালু হওয়ার অপেক্ষায় সাধারন মানুষও।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, কাপ্তাই, ফটিছড়ি, রাউজান থেকে আসা গাড়িগুলো এ রাস্তা ব্যবহার করবে।
চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়তে হলে এ বাইপাস সড়কটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ নগর পরিকল্পনাবিদ আশিক ইমরানের। তিনি বলেন, অন্যান্য নির্মাধীণ যে প্রজেক্টগুলো আছে সেগুলো শেষ হলে এর ব্যবহারবিধি বেড়ে যাবে।
সড়কটি চালু হলে ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত বিস্তৃত এলাকা, উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্য অঞ্চলের গাড়িগুলো মূল শহরে প্রবেশ না করে এ বাইপাস সড়ক দিয়ে নির্ধারিত গন্তব্যে চলে যেতে পারবে।